আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা নিয়ে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে যা বললেন মোদি

আতিকুর রহমান নগরী

গাজা নিয়ে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে যা বললেন মোদি
ফাইল ছবি

গাজায় শান্তি ফিরিয়ে আনার উদ্যোগকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি ট্রাম্পের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

পোস্টে মোদি লেখেন—এটি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাজায় শান্তি প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতির আবহে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। এই শান্তি প্রক্রিয়ায় বন্দিদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। স্থিতিশীল ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

দীর্ঘ ১৮ বছর অবরোধের মুখে থাকা ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের আগ্রাসনের ৭২৮তম দিন পার হয়েছে শুক্রবার। এর মধ্যে দুই দফায় অস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া মুহূর্তের জন্যও থেমে থাকেনি ইসরাইলি সামরিক বাহিনীর হামলা। ইসরাইলি হামলায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে অবরুদ্ধ এ উপত্যকা।

দুই বছরের চলমান আগ্রাসন বন্ধের জন্য এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন। পরিকল্পনায় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস করতে বলা হয়েছে। একই সঙ্গে গাজায় নতুন শাসন কাঠামোতে তাদের কোনো ধরনের স্থান দেওয়া হবে না বলে পরিকল্পনায় জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন