কৃষ্ণ সাগরে রাশিয়ার ট্যাংকারে ধারাবাহিক হামলার বিষয়ে উদ্বেগ জানাতে ইউক্রেনের রাষ্ট্রদূত ও রাশিয়ার ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনসি জানান, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
একিনসি সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিশনকে বলেন, ‘সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন একে-অপরের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। এরমধ্যে কৃষ্ণ সাগরেও কিছু হামলা হয়েছে। আমরা রাশিয়ার ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে আমাদের উদ্বেগ জানাতে তলব করেছি।’
গত ২ ডিসেম্বর, রাশিয়ান জাহাজ মিডভোলগা-২ তুরস্কের উপকূল থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ড্রোন হামলা শিকার হয়, যার ফলে সামান্য ক্ষতি হয়েছিল। এরআগে, ২৮ নভেম্বর তুর্কি উপকূল থেকে যথাক্রমে ২৮ এবং ৩৮ নটিক্যাল মাইল দূরে রুশ ট্যাঙ্কারগুলোদে আক্রমণ করা হয়েছিল। এতে ট্যাংকানে আগুন লেগে যায়।
গত ১ ডিসেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেন, এ ধরনের আক্রমণ সমর্থন করা যায় না।
আরএ


পশ্চিম তীরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করল ইসরাইল