হামাস জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তারা অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত। তবে তার আগে ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। ইসরাইল এই শর্তে রাজি হলেই কেবল অস্ত্র সমর্পণ করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই সংগঠন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর প্রধান আলোচক খলিল আল-হাইয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের অস্ত্র দখলদারিত্ব এবং আগ্রাসনের সঙ্গে জড়িত।’
তিনি আরো বলেন, ‘ইসরাইলের দখলদারিত্বের অবসান হলে, এই অস্ত্রগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।’ রাষ্ট্র বলতে তিনি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলছেন।
হায়া বলেন, ‘পৃথক বাহিনী হিসেবে আমরা জাতিসংঘের বাহিনী মোতায়েনের সঙ্গে একমত, যাদের দায়িত্ব হবে সীমান্ত পর্যবেক্ষণ করা এবং গাজায় যুদ্ধবিরতি মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা।’
আরএ


গ্রিসের উপকূলে নৌকা থেকে ১৭ জনের লাশ উদ্ধার