আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুতিনকে কী উপহার দিলেন মোদি

আতিকুর রহমান নগরী

পুতিনকে কী উপহার দিলেন মোদি
ছবি: বিবিসি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রী রয়েছে। এরমধ্যে রয়েছে আসমের বিখ্যাত চা, কাশ্মীরের বিখ্যাত সুগন্ধী মশলা জাফরান। খবর আনন্দবাজারের।

ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের সফরে দেশটিতে গিয়েছিলেন পুতিন। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে নিজে তাকে স্বাগত জানাতে যান মোদি।

বিজ্ঞাপন

পুতিনের হাতে মোদি তুলে দিয়েছেন রুশ ভাষায় অনুবাদ করা একটি গীতার অনুলিপি। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এছাড়াও পুতিনকে একটি রুপার টি-সেট উপহার দিয়েছেন মোদি। তা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই উপহারে।

এ ছাড়া, পুতিনকে একটি রুপার ঘোড়া দিয়েছেন মোদি। তা মহারাষ্ট্রের। উত্তরপ্রদেশের আগরায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও দেয়া হয়েছে।

ভারত এবং রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরো ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত পিছিয়ে আসেনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন করা হয়নি। দিল্লি থেকেও তা নিয়ে বার্তা দিয়েছেন পুতিন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন