আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলি হামলায় আরো ১১৬ ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলি হামলায় আরো ১১৬ ফিলিস্তিনি নিহত
ছবি: আল জাজিরা

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরো ১১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জন মারা যান যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে। রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে এবং রাফাহের উত্তর-পশ্চিমে জিএইচএফ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে মারা যান তারা।

বিজ্ঞাপন

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে ফাউন্ডেশনটি ত্রাণ বিতরণ শুরু করে। এরপর থেকে বিপজ্জনক জিএইচএফ কেন্দ্রগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। এসব ত্রাণ কেন্দ থেকে সাহায্য আনতে গিয়ে ইসরাইলি বাহিনীর হামলা এ পর্যন্ত কমপক্ষে ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ এবং দাতব্য সংস্থার মাধ্যমে পরিচালিত প্রায় ৪০০টি কেন্দ্রের পরিবর্তে মাত্র চারটি ত্রাণ শিবির চালু করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, খাবারের আশায় থাকা পরিবারগুলো তাদের প্রিয়জনদের কবর দিচ্ছে।

জিএইচএফ শনিবারের হত্যাকাণ্ডের তাদের ত্রাণ শিবিরে ঘটেনি বলে দাবি করেছে ইসরাইল। দখলবার বাহিনী বলছে ‘হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কয়েক কিলোমিটার দূরে এবং আমাদের স্থাপনা খোলার কয়েক ঘন্টা আগে।’

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ঘটনাটি পর্যালোচনা করছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জগান চাপাগেইন সতর্ক করে বলেছেন, গাজার ফিলিস্তিনিরা ‘দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির’ মুখোমুখি দাঁড়িয়ে আছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন