আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় সাহায্য প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করল ইসরাইল

আমার দেশ অনলাইন
গাজায় সাহায্য প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করল ইসরাইল
ছবি: টাইমস অব ইসরাইল

গাজায় মানবিক সহায়তা সরবরাহ সীমিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরাইল। পাশাপাশি গাজা-মিশর সীমান্তে রাফাহ ক্রসিংও খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (বুধবার) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, জিম্মিদের লাশ হস্তান্তরে হামাস বিলম্ব করায় মঙ্গলবার গাজায় ত্রাণ প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

বিজ্ঞাপন

তবে মঙ্গলবার রাতে হামাস আরো চার জিম্মির লাশ ফেরত দেয়ায় এ পদক্ষেপ বাতিল করেছে। লাশগুলো এখন ফরেনসিক পরীক্ষার জন্য নেয়া হয়েছে। শনাক্ত করতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। হামাস এই চার জিম্মির নাম প্রকাশ করেনি।

এছাড়াও, হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে তারা আজ (বুধবার) আরো চারটি লাশ রেডক্রসের কাছে হস্তান্তর করবে।

জিম্মিদের লাশ ফেরত দেয়ায় গতি আসায় মানবিক সাহায্য প্রবেশ এবং রাফাহ ক্রসিং আজ (বুধবার) আবার খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে এসেছিল হামাস যোদ্ধারা। এরআগে বন্দি বিনিময় চুক্তি অনুসারে কয়েকজন জিম্মিকে আগেই মুক্তি দেয়া হয়েছে। শেষ পর্যন্ত হামাসের কব্জায় ছিল ৪৮ জন জিম্মি। হামাস জানিয়েছিল, এই ৪৮ জনের মধ্যে ২০ জন জীবিত আছে, বাকি ২৮ জন মারা গেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন