আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় হামাসের হামলায় ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন

গাজায় হামাসের হামলায় ইসরাইলি সেনা নিহত
ছবি: টাইমস অব ইসরাইল

গাজায় হামাসের হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের আগে স্নাইপারের গুলিতে ওই সেনা মারা যান বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরাইলের।

নিহত সেনার নাম সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি। তিনি ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পস সেনা ছিলেন।

বিজ্ঞাপন

আইডিএফ জানায়, বৃহিস্পতিবার গাজা যুদ্ধ বন্ধের চুক্তি কার্যকরের আগে হামলার শিকার হয় সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি।

গাজায় যুদ্ধে দখলদার ইসরেইলি বাহিনী এক হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে। গত ৬ অক্টোবর এক প্রতিবেদনে দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

এই প্রকাশিত পরিসংখ্যানে গাজা উপত্যকা, অধিকৃত অঞ্চলের দক্ষিণ ও উত্তরাঞ্চল এবং লেবাননের পাশাপাশি পশ্চিম তীরে অবস্থানরত ইসরাইলি নিরাপত্তা সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৭ হাজার ১৯৪ জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৯০ জন। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

দুই বছরের যুদ্ধের পর গত বুধবার যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরাইল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন