আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান মিশরের

আমার দেশ অনলাইন

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান মিশরের
ছবি: সংগৃহীত

গাজা থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির আওতায় রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করারও আহ্বান জানান তিনি। রোববার কায়রোতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই কূটনীতিক মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপায় এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের উপায় পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন

আলোচনায় গাজা, সুদান, আফ্রিকার হর্ন অঞ্চল এবং মিশরের পানি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।

আবদেলাত্তি গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিংটি পুনরায় চালু করার এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথ প্রশস্ত করতে গাজা থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...