আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত

আমার দেশ অনলাইন

গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত
ছবি: আল জাজিরা

রাশিয়ার মস্কোতে গাড়ি বোমা হামলায় একজন রুশ জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে এ হামলা হয়। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন। এই হামলার পেছনে ইউক্রেনের ‘বিশেষ বাহিনী’ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে মস্কো। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর আল জাজিরার।

তদন্ত কর্মকর্তারা জানান, সোমবার সকালে মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নীচে রাখা বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জেনারেল সারভারভ ঘটনাস্থলেই নিহত হন। প্রথমে সারভারভকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়, তবে কিছুক্ষণ পরেই তিনি মারা যান। বিস্ফোরণে কাছাকাছি পার্ক করা আরো সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তদন্তকারীরা জানান, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ২০১৫-২০১৬ সালে সারভারভ সিরিয়ায় সামরিক অভিযানের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্পর্কিত দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং অধিদপ্তরের প্রধান নিযুক্ত হন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন