গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিলো দেশটি। বৃহস্পতিবারের বৈঠকে উত্থাপিত প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। খবর আল জাজিরার।
প্রস্তাবে সকল পক্ষের সম্মতিতে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক সকল বন্দির মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা সরবরাহে ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বাকি ১৪ সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।
মধ্যপ্রাচ্যে মার্কিন উপ-বিশেষ দূত মরগান ওর্টাগাস বলেছেন, ‘এই প্রস্তাব হামাসের নিন্দা করতে বা ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। এটি হামাসের মিথ্যা বর্ণনাকে বৈধতা দেয়, যা দুঃখজনকভাবে নিরাপত্তা পরিষদে জনপ্রিয়তা পেয়েছে।’
গাজায় প্রায় দু বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এ সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত ছয়টি প্রস্তাবের ভোটাভুটিতে ভেটো দিয়েছে ওয়াশিংটন।
ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে হামাস একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে চিহ্নিত করেছে।
ভোটাভুটির আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন নিরাপত্তা পরিষদে বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয়। অনুমান নয়, ঘোষণা নয় এটা এখন নিশ্চিত।’
প্রায় দু বছর ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

