যুদ্ধবিরতি লঙ্ঘন

গাজায় ইসরাইলের হামলায় নিহত ৩

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯: ৩১
ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ থামেনি। গত ২৪ ঘন্টায় গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ২৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। খবর আল জাজিরার

গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইসরাইল কমপক্ষে ২৮২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৫ জন অজ্ঞাত ফিলিস্তিনির লাশ আল-শিফা হাসপাতালে স্থানান্তর করেছে। সেখানে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

দুই বছরে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৯৪ জন।

ধারণা করা হচ্ছে, দুই বছরের ইসরাইলি হামলার পর গাজায় এখনো হাজার হাজার নিখোঁজ মানুষের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

গাজা থেকে সাংবাদিক তারেক আবু আযম বলেন, ‘গাজার পরিবারগুলোর জন্য, যারা তাদের প্রিয়জনদের খুঁজে বের করার জন্য নাসের হাসপাতাল এবং মর্গে যাচ্ছেন, তারা ব্যক্তিগত জিনিসপত্র, ক্ষত, পোশাকের মাধ্যমে তাদের শনাক্ত করার চেষ্টা করছেন।’

তিনি আরো জানান, ফরেনসিক বিশেষজ্ঞরা লাশের পচন রোধ এবং ডিএনএ পরীক্ষার সরঞ্জামের অভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পরেছেন, যার ফলে বহু পরিবার গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত