আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত

আমার দেশ অনলাইন

সিরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত

বুধবার রাতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, শহরের নববর্ষ উদ্‌যাপনে নিরাপত্তার দায়িত্বে থাকা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি প্যাট্রল টিম আল-ফারাজ প্রত্নতাত্ত্বিক এলাকায় আত্মঘাতী বিস্ফোরকবাহী এক ব্যক্তিকে ধরতে চাইছিল। সে সময় ওই ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করেন।

আলেপ্পোর গভর্নর আযযাম আল-ঘারিব এক বিবৃতিতে বলেন, পুলিশ প্যাট্রল টিম শহরের নববর্ষ উদ্‌যাপনে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বরত ছিল। তখন তারা বিস্ফোরকবাহী ওই ব্যক্তিকে দেখতে পায় এবং তাড়া করে। তিনি বলেন, "একজন পুলিশ কর্মকর্তা তাকে শারীরিকভাবে রোধ করতে সক্ষম হন, তখনই তিনি বিস্ফোরক বেল্টটি বিস্ফোরিত করেন।"

গভর্নর আরও জানান, পরিস্থিতি বর্তমানে "নিয়ন্ত্রণে" রয়েছে।

সিরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র নূর আল-দিন আল-বাবা সিরিয়ার রাষ্ট্রীয় টিভিকে বলেন, হামলাকারী সম্ভবত একটি খ্রিস্টান এলাকায় প্রবেশের চেষ্টা করছিলনে, যেখানে বেশ কিছু গির্জা রয়েছে।

সিরিয়ার বিভিন্ন শহরে নববর্ষের অনুষ্ঠানগুলোতে হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...