আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হুমকি দিয়ে পরাজয় আড়াল করছে ইসরাইল: ইরানি জেনারেল

আমার দেশ অনলাইন

হুমকি দিয়ে পরাজয় আড়াল করছে ইসরাইল: ইরানি জেনারেল
ছবি: বার্তা সংস্থা মেহের

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরাইল হুমকি, গণমাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে ১২ দিনের যুদ্ধে তাদের পরাজয় আড়াল করার চেষ্টা করছে। আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং ইরানের বিরুদ্ধে চলমান ইসরাইলি হুমকি নিয়ে কথা বলেন ওয়াহিদি। তিনি বলেন, ইসরাইল বাস্তবতা আড়াল মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে।

বিজ্ঞাপন

তার মতে, ইসরাইল এমন একটি চিত্র তুলে ধরতে চাইছে যা প্রকৃত বাস্তবতাকে প্রতিফলিত করে না। তিনি বলেন, ইসরাইল গুরুতর অভ্যন্তরীণ ও কৌশলগত সংকটে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে মুখোমুখি সংঘাতে তাদের কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি।

ইসরাইলি নেতৃত্বের বক্তব্য, হুমকি ও প্রচারণা ব্যর্থ হবে উল্লেখ করে তিনি বলেন, ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল এবং বাঁচার জন্য মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইরান নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়লি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর এবং ইরানের বিরুদ্ধে চলমান হুমকির প্রসঙ্গে তিনি বলেন, এসবই মূলত তৎপরতা ঢাকতে চালানো মনস্তাত্ত্বিক যুদ্ধ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন