আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: বিবিসি

ইউক্রেনের কিয়েভে মন্ত্রিসভা ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। আজ রোববার ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে একথা নিশ্চিত করেছেন। খবর সিএনএনের

২০২২ সালে মস্কো ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো। হামলায় ভবনের ছাদ ও উপরের দিকের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার কিয়েভে রাতভর রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ৮১০টি ড্রোন, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নয়টি ক্রজ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

রাজধানীর বেশ কয়েকটি আবাসিক ভবনে ড্রোন হামলায় নিহত কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল।

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সবশেষ এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে আটটি স্থানে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো জানিয়েছেন, ব্যাপক হামলা হয়েছে। ক্রিভি রিহ, দিনিপ্রো, ক্রেমেনচুক এবং ওদেসার পাশাপাশি কিয়েভও আক্রমণের কবলে পড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনটি কিয়েভের সরকারি কোয়ার্টারে সংসদ ভবনের পাশে এবং প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে অবস্থিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভবনগুলো পুনর্নির্মাণ করব। কিন্তু হারিয়ে যাওয়া জীবন ফিরিয়ে আনা যাবে না। প্রতিদিন রাশিয়ার হামলা আমাদের জনগণকে আতঙ্কিত করে এবং হত্যা করে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...