আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকটকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

আমার দেশ অনলাইন
নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকটকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে সোমবার টিকটকে তার নতুন অ্যাকাউন্ট চালু করেছেন—যদিও সরকারি ডিভাইসে এখনো অ্যাপটি ব্যবহার নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানান, স্টারমারের অ্যাকাউন্ট পরিচালনার জন্য “নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থা” নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম ভিডিওতে স্টারমার বলেন, “টিকটক, আমাকে অনুসরণ করুন”—যেখানে তাকে ও তার স্ত্রীকে ডাউনিং স্ট্রিটের বড়দিনের আলো জ্বালানোর অনুষ্ঠানে দেখা যায়।

দ্বিতীয় ভিডিওতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে স্টারমারের সঙ্গে আলিঙ্গন করতে। পরে সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ যোগ দেন ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার জন্য।

২০২৩ সালের মার্চে চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে জড়িত নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্য সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। একই ধরনের নিষেধাজ্ঞা আরও বহু পশ্চিমা দেশে রয়েছে।

এর আগে ২০২২ সালের মে মাসে বরিস জনসন প্রধানমন্ত্রী থাকাকালে “১০ ডাউনিং স্ট্রিট” নামে একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু হলেও তা তিন মাসের মধ্যেই নিষ্ক্রিয় হয়ে যায়।

স্টারমারের মুখপাত্র জানান, “সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে এবং নিরাপত্তা নীতিতেও কোনো পরিবর্তন হয়নি।”

জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির আরেক প্রচেষ্টা হিসেবে স্টারমারের এই পদক্ষেপ দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার স্টারমার সাবস্ট্যাক নিউজলেটার চালু করেন, যেখানে তিনি শিশুদারিদ্র্য মোকাবিলায় সরকারের নীতি তুলে ধরেন। তিনি লেখেন, “যোগাযোগের ধরন বদলাচ্ছে, আমিও তার অংশ হতে চাই… তাই এখন আমি সাবস্ট্যাকে।”

সরকার সম্প্রতি প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটরদেরও সম্পৃক্ত করছে; একটি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দুই জনপ্রিয় ফিনান্স ইনফ্লুয়েন্সারকে সামনের সারিতে বসানো হয়।

তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও টিকটক বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ—বিশ্বব্যাপী প্রায় ১.৫ বিলিয়ন ব্যবহারকারী এবং যুক্তরাজ্যে ৩ কোটিরও বেশি নিয়মিত ব্যবহারকারী রয়েছে।

স্টারমার এখন ম্যাক্রোঁ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে প্ল্যাটফর্মটিতে যুক্ত হলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশ, সাংবাদিক ও কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

আবারও বিদ্রোহের আগুন কুড়িগ্রাম-৪ আসনে

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোটের আগেই নিজেকে বিজয়ী ভাবছেন জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

হলোকস্ট নিয়ে বিতর্কিত পোস্ট, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব পোল্যান্ডের

এলাকার খবর
খুঁজুন