গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে এ খবর জানা গেছে।
সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ফাদি খলিফা দক্ষিণ-পূর্ব গাজা শহরের আল-জাইতুন এলাকায় নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় এক ইসরাইলি হামলায় নিহত হন। এই হামলায় তার সঙ্গে আরও অন্তত একজন নিহত হয়েছে।
এছাড়া অন্য একটি হামলায় ফটোসাংবাদিক হুসাম সালেহ আল-আদলুনি তার স্ত্রী সুয়াদ এবং তিন সন্তানসহ নিহত হন। খান ইউনিসের উত্তরাঞ্চলীয় আল-কারারা এলাকায় তাঁবুতে ইসরাইল বিমান হামলা চালালে তারা নিহত হন।
ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে গৃহহারা হয়ে পরিবারটি সেখানে আশ্রয় নিয়েছিল।
ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এতে সাংবাদিকদের ওপর ইসরাইলের ‘ভয়াবহ সহিংসতার’ রেকর্ড আরও দীর্ঘ হলো।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩১-এ পৌঁছেছে বলে অফিসিয়াল হিসাবে জানানো হয়েছে।
তবে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, এ সংখ্যা ১৭৮, যাদের মধ্যে ১৭৬ জন ফিলিস্তিনি এবং ২ জন ইসরাইলি সাংবাদিক রয়েছেন।

