আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিশরে দুই পক্ষের শান্তি আলোচনা

গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

আমার দেশ অনলাইন
গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস
ছবি: আল জাজিরা

মিশরে হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন তারা। গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চাইছে হামাস। খবর আল জাজিরার।

যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীতে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজা যুদ্ধ বন্ধে চুক্তি হওয়ার ‘প্রকৃত সম্ভাবনা’ রয়েছে।

বিজ্ঞাপন

আজ (বুধবার) আবারো আলোচনায় বসবে দু’পক্ষ। এতে যোগ দিতে কাতার ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা মিশরে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার, হামাসসহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এক বিবৃতি জানায়, ফিলিস্তিনি জনগণের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফাওজি বারহুম বলেছেন, তাদের আলোচকরা যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে দখলদার সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চাইছেন।

তবে ইসরাইলি সেনাদের প্রত্যাহার সম্পর্কে ট্রাম্পের পরিকল্পনা অস্পষ্ট। পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়নি। সেনা প্রত্যাহার তখনই করা হবে, যখন হামাস তাদের হাতে থাকা ৪৮ জন ইসরাইলি বন্দিকে ফেরত দেবে।

মঙ্গলবারের আলোচনার পর নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহার হলে হামাস জিম্মিদের মুক্তি দিতে চায়।

তিনি বলেন, মঙ্গলবারের আলোচনায় ইসরাইলি বন্দিদের মুক্তির সময়সূচী এবং ইসরাইলি বাহিনী প্রত্যাহারের ওপর জোর দেয়া হয়েছে। ইসরাইলি বাহিনীর চূড়ান্ত প্রত্যাহারের সঙ্গে সঙ্গে শেষ জিম্মি মুক্তি পাবেন।

মিশরের আল কাহেরা নিউজ জানায়, হামাসের শীর্ষ আলোচক খলিল আল-হায়া বলেছেন, হামাস এক সেকেন্ডের জন্যও দখলদারিত্বের ওপর আস্থা রাখে না।

তিনি বলেন, হামাস যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে ‘প্রকৃত নিশ্চিয়তা’ চায় এবং পুনরায় শুরু হবে না এই গ্যারান্টিও দিতে হবে। এরআগে দুইবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন