ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কথোপকথনের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। উত্তর হল হ্যাঁ।’
ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তা বলতে পারব না। আলাপ ভালো হয়েছে না খারাপ হয়েছে, কিছুই বলব না।’
নিউইয়র্ক টাইমস গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, দুই নেতা গত সপ্তাহে ফোনে কথা বলেছেন এবং তারা সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলাকে খুব একটা বন্ধুত্বপূর্ণ দেশ বলে মনে করি না। তারা লাখ লাখ মানুষ পাঠিয়েছে। এদেরমধ্যে অনেককেই আমাদের দেশে থাকদে দেয়া উচিত নয়। জেল থেকে, গ্যাং থেকে, মাদক ব্যবসায়ীদের মধ্য থেকে যুক্তরাষ্ট্রে লোকজন এসেছে।’
ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে তার সাম্প্রতিক সতর্কবার্তা কি কোনো আসন্ন বিমান হামলার ইঙ্গিত কিনা— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এ থেকে কিছু অনুমান করবেন না।’
ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প।
আরএ


ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী