গাজায় হামলা অব্যাহত রাখায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, গাজার বেসামরিক নাগরিক এবং ইসরাইলি জিম্মিদের ভাগ্য নেতানিয়াহুর হাতে ছেড়ে দেয়া উচিত হবে না। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪কে দেয়া সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, ‘ফিলিস্তিনি ও ইসরাইলি জিম্মিদের ভাগ্য তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, যাদের কাছে জিম্মিদের মুক্তি অগ্রাধিকার নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন ম্যাক্রোঁ।
তিনি বলেন, ‘জিম্মিদের মুক্তি নেতানিয়াহুর প্রথম অগ্রাধিকার নয়। যদি তাই হতো তাহলে, তিনি গাজা সিটি দখলের অভিযান তীব্র করতেন না। এমনকি কাতারের আলোচকদের ওপরও আক্রমণ করতেন না।’
ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, যুদ্ধে বেসামরিক নাগরিক নিহত হয়, হামাস ধ্বংস হয় না। ইসরাইলের বারবার হামলা সত্ত্বেও হামাস লড়াই করতে সক্ষম।
তিনি গাজায় যুদ্ধবিরতির জন্য ফ্রান্সের আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার উদ্দেশ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা।
তার মতে, ইসরাইলকে চাপ দিতে পারে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধ করতে ইসরাইলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি ব্যর্থ হলে, ইইউ দেশগুলোকে নিষেধাজ্ঞার কথা বিবেচনা করতে হবে।
ম্যাক্রোঁ বলেন অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য ইসরাইলের যেকোনো পদক্ষেপ ফ্রান্সের জন্য ‘রেড লাইন’ অতিক্রম করবে এবং সতর্ক করে দেন যে জেরুজালেমে ফরাসি কনস্যুলেট বন্ধ করা একটি মারাত্মক ভুল হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় ইসরাইলের হামলায় নিহত ৮৫
হুথিদের ড্রোন হামলায় ইসরাইলে আহত ২২