ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, বিদেশি শক্তি হয়ে কাজ করা ভাড়াটে সেনা এবং জনসাধারণের জানমালের ক্ষতিসাধনকারী দাঙ্গাবাজদের সহ্য করা হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিদেশি শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করার চেষ্টা করছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।
তার অভিযোগ, কোনো কোনো দাঙ্গাবাজ জানমালের ক্ষতি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার চেষ্টা করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা ট্রাম্পকে খুশি করতে চায়। তিনি যদি একটি দেশ সঠিকভাবে চালাতে জানতেন, তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরে সমস্যা থাকতো না।’
খামেনি বলেন, ট্রাম্পের অবশ্যই পতন হবে। কারণ ফেরাউন, নমরুদ, রেজা শাহ এবং মোহাম্মদ রেজার মতো অহংকারী ও অত্যাচারীদেরও পতন হয়েছিল।’
তিনি বলেন, অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না। খামেনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের হাত হাজারের বেশি ইরানির রক্তে রঞ্জিত।
খামেনি সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, ‘প্রিয় তরুণরা, প্রস্তুতি এবং ঐক্য বজায় রাখুন। একটি ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে।’
গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। পরে সেই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট
মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ২ স্ত্রীসহ গ্রেপ্তার