মসজিদে নববীতে নবী মুহাম্মদ (সা.) এর রওজা ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময় এবং পদ্ধতি ঘোষণা করেছে সৌদি আরব। পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়সূচি দেয়া হয়েছে। খবর জিও নিউজের।
দুই পবিত্র মসজিদের বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। সাধারণত প্রতি বছরে একবার বুকিং করা যাবে অথবা মসজিদে নববির কাছাকাছি থাকাকালীন ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্পের মাধ্যমে বুকিং করা যাবে।
মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে নোবেল রওজা-ই-রাসুলে প্রবেশের অনুমতি রয়েছে, যেখানে বয়স্ক দর্শনার্থীরা হুইলচেয়ার ব্যবহার করে প্রবেশ করতে পারবেন।
পুরুষদের জন্য নিয়মিত দিনগুলোতে, সফরের সময় হবে রাত ২ টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং আবার বেলা ১১ টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত।
শুক্রবারে পুরুষ দর্শনার্থীদের জন্য তিনটি সময় থাকবে: রাত ২ টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯ টা ২০ মিনিট থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত এবং জুম্মার নামাজের পর থেকে এশা পর্যন্ত।
নারীদের জন্য নিয়মিত দিনগুলোতে সফরের সময় হবে ফজরের পর থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২ টা পর্যন্ত।
শুক্রবারে নারীদের ফজরের নামাজের পর থেকে সকাল ৯ টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন।
আরএ


ইসরাইল থাকায় ইউরোভিশন বর্জন ইউরোপের ৪ দেশের
আফগানিস্তানের পরিস্থিতি তালেবানের নিয়ন্ত্রণে: পুতিন