আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। এই হামলা হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

শনিবার গভীর রাতে নাবাতিয়েহ জেলার দোহা-কাফারমান সড়কে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন আঘাত হানে। এতে গাড়ির ভেতরে থাকা চারজন নিহত হয়। গাড়িটির পাশ দিয়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

বিজ্ঞাপন

আবাসিক এলাকায় চালানো ওই হামলায় আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বেড়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও তেলআবিব লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে বিমান হামলা তীব্রতর করেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। যদি হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ সম্পূর্ণভারে বাস্তবায়িত না হয়, তবে হামলা আরো তীব্র করা হবে।’

এই বিবৃতির বিষয়ে লেবানন বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন