আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের সঙ্গে বিকল্প ব্যাংকিং চ্যানেল খুঁজছে রাশিয়া

আমার দেশ অনলাইন
পাকিস্তানের সঙ্গে বিকল্প ব্যাংকিং চ্যানেল খুঁজছে রাশিয়া
পাকিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট পি. খোরেভ।

রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট পি. খোরেভ বৃহস্পতিবার জানিয়েছেন, পশ্চিমা পেমেন্ট নেটওয়ার্কে নির্ভরতা কমানোর জন্য পাকিস্তানের সঙ্গে বিকল্প ব্যাংকিং চ্যানেল নিয়ে তারা কাজ করছে।

বিজ্ঞাপন

দুই দেশ দীর্ঘদিন ধরে অর্থপ্রদানের সমস্যায় মুখোমুখি হয়েছে। এমনকি ইউএস ও ইইউ নিষেধাজ্ঞার কারণে প্যাক স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্পও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার পাকিস্তান ও রাশিয়া অর্থপ্রদানের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি রোডম্যাপ তৈরি করছে। খোরেভ বলেন, “আমরা বিকল্প পেমেন্ট চ্যানেল খুঁজছি যাতে পশ্চিমা নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমানো যায়।”

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, এ পর্যন্ত বাণিজ্য ও শক্তি খাতে সম্পর্ক সফলভাবে এগোচ্ছে। পাকিস্তান ও রাশিয়া পাকিস্তান স্টিল মিলস (পিএসএম) পুনরুজ্জীবনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। “আমরা এটিকে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ,” তিনি জোর দিয়ে বলেন, এবং দুদেশই ব্যাংকিং খাত নিয়ে গবেষণা করছে।

রাশিয়া পূর্বেও পাকিস্তানের স্টিল মিল স্থাপনে সহযোগিতা করেছে, তাই বিশেষজ্ঞরা মনে করেন তারা পুনরায় সহায়তা করতে পারবে। এছাড়া পাকিস্তান-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের একটি সফল বৈঠক ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। দূত জানালেন, “সংস্কৃতি ও জনসংযোগকে বৃদ্ধি করার জন্যও আমরা কাজ করছি।”

খোরেভ উল্লেখ করেছেন যে, ইসলামাবাদের এফ-৯ ফাতিমা জিন্না পার্কে প্রথম কসমোনট ইউরি গাগারিনের একটি স্মৃতিস্তম্ভ উন্মোচিত হয়েছে।

পাকিস্তান-ভারতের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা নিয়ে তিনি বলেন, “যদি পাকিস্তান ও ভারত একমত হন, আমরা মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত।” ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীর বিষয়ে তিনি প্রস্তাব দিয়েছেন যে, দুই দেশ বিষয়টি তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই সমাধান করুক।

দূত আঞ্চলিক সংযোগ এবং পাকিস্তান-সেন্ট্রাল এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সংযোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি পাকিস্তানের ভূমিকা প্রশংসা করেছেন ইউক্রেন সংকট সমাধানে পাকিস্তান নিরপেক্ষ থাকলেও চাপের মুখে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সমস্যাগুলো মোকাবিলা করেছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন