
আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাকিস্তান-আফগানিস্তান সংঘাত দ্রুত সমাধান করতে পারবেন। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। খবর জিও নিউজের।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি উভয় পক্ষকে শান্তি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করার বিষয়ে আত্মবিশ্বাসী।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা গড়ে প্রতি মাসে একটি করে এমন সমস্যার সমাধান করছি। মাত্র একটি বাকি আছে। আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের উভয়কেই জানি এবং ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী মহান ব্যক্তি।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার হিসেবে দেখেন। তিনি আরো বলেন, ‘যদি আমি সময় নিতে পারি এবং লাখ লাখ জীবন বাঁচাতে পারি, তবে এটি হবে দারুণ বিষয়।’
ট্রাম্প আরো বলেন, ‘অন্যান্য প্রেসিডেন্টদের মতো তিনি যুদ্ধ শুরু করার পরিবর্তে যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করেছেন।’
এই মাসের শুরু থেকে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সংঘাতে উভয় পক্ষেরি বহু সেনা ও নাগরিক নিহত হয়েছেন। ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত।
ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ধরনের হামলা বন্ধ করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।
গত সপ্তাহান্তে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনার সময়, পাকিস্তানের পক্ষ থেকে আফগান তালেবানদের কাছে একটি বিস্তৃত সন্ত্রাসবিরোধী পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে।
আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাকিস্তান-আফগানিস্তান সংঘাত দ্রুত সমাধান করতে পারবেন। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। খবর জিও নিউজের।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি উভয় পক্ষকে শান্তি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করার বিষয়ে আত্মবিশ্বাসী।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা গড়ে প্রতি মাসে একটি করে এমন সমস্যার সমাধান করছি। মাত্র একটি বাকি আছে। আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের উভয়কেই জানি এবং ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী মহান ব্যক্তি।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার হিসেবে দেখেন। তিনি আরো বলেন, ‘যদি আমি সময় নিতে পারি এবং লাখ লাখ জীবন বাঁচাতে পারি, তবে এটি হবে দারুণ বিষয়।’
ট্রাম্প আরো বলেন, ‘অন্যান্য প্রেসিডেন্টদের মতো তিনি যুদ্ধ শুরু করার পরিবর্তে যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করেছেন।’
এই মাসের শুরু থেকে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সংঘাতে উভয় পক্ষেরি বহু সেনা ও নাগরিক নিহত হয়েছেন। ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত।
ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ধরনের হামলা বন্ধ করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।
গত সপ্তাহান্তে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনার সময়, পাকিস্তানের পক্ষ থেকে আফগান তালেবানদের কাছে একটি বিস্তৃত সন্ত্রাসবিরোধী পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে।
আরএ

এতে বলা হয়, পাকিস্তান সীমান্তের কাছে সম্ভাব্য ভারতীয় সামরিক মহড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ত্রি-সেবা যুদ্ধ মহড়া ‘ত্রিশূল ২০২৫’ ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের পশ্চিম সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ার অংশ হিসেবে ভারতের পক্ষ থেকে গুজরাট ও রাজস্থানের আকাশসীমাও
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাই মিউজিয়াম অব আর্ট (ডুমা) প্রকল্পটি ঘোষণা করেছেন। দুবাই ক্রিক-এর পানির ওপর গড়ে উঠবে এই প্রকল্পটি। দুবাইয়ের শাসক আল মাকতুম জানান, “জাদুঘরটি দুবাই ক্রিকের ওপর ভেসে শহরের শিল্পময়তা আরও উজ্জ্বল করবে।
২ ঘণ্টা আগে
এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, কিমের সঙ্গে বৈঠকের সুযোগ এলে তিনি প্রয়োজনে তার সফরের সময়সূচি বাড়াতে রাজি। যদিও বিষয়টি আগে ভাবেননি, তবুও সম্ভাবনাটি উন্মুক্ত রেখেছেন।
৩ ঘণ্টা আগে
গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন,“আমরা আজ ডিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো করেছি। তাই প্রথমবারের মতো ৮৩ সন্তানের সাথে ডিয়েলা গর্ভবতী।”
৩ ঘণ্টা আগে