আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ২

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ২
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জেনিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাবাতিয়া শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। তার লাশ আটকে রেখেছে ইসরাইলি বাহিনী।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো জানানো হয়েছে, জেনিনের পশ্চিমে অবস্থিত সিলাহ আল-হারিথিয়া শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২২ বছর বয়সী আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি বাহিনী পুরো এলাকায় অভিযান চালিয়েছে।

এদিকে, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তুলকারেমের পূর্বে নূর শামস শরণার্থী শিবির এবং জেরুজালেমের উত্তরে আল-রাম শহরের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার ১০২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের হামলায় আহত হয়েছেন প্রায় ১১ হাজার এবং প্রায় ২১ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল।

গত জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সকল বসতি খালি করার আহ্বান জানায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন