আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪
ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।

ব্রেন্ট বলেন, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও ছিলেন। তদন্তকারীরা বন্দুকধারীকে শনাক্ত করার জন্য কাজ করছেন। ব্রেন্ট বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো এই ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা স্পষ্ট নয়। ব্রেন্ট বলেন, এফবিআই, স্টকন পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন