আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরাইলি সেনা আহত

আমার দেশ অনলাইন

গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরাইলি সেনা আহত
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটির খান ইউনিসে বোমা বিস্ফোরণে তিনজন সেনা আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুইজন সেনা গুরুতর আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিস্ফোরণ সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আহত সেনাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

বিজ্ঞাপন

সবশেষ সামরিক পরিসংখ্যান অনুসারে, দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৯১৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় হাজার ৩১৮ জন। এই পরিসংখ্যানে গাজা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন এবং ইসরাইলের অভ্যন্তরে হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে মঙ্গলবার মিশরে ইসরেইল ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই মেষ হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব উত্থাপণ করেন। যার মধ্যে রয়েছে বন্দি বিনিময়, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন