আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের জনগণকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইরানের জনগণকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি এই সমর্থন জানান। মার্কো রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে সমর্থন করে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের নেতাদের উদ্দেশ্যে নতুন করে সতর্কবার্তা জারি করেন। তিনি বলেন, তোমরা গুলি শুরু না করাই ভালো। কারণ আমরাও গুলি শুরু করব।

বিজ্ঞাপন

এদিকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

এক বিবৃতিতে এই বাহিনী জানায়, দেশের বর্তমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না।

এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেছিলেন, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পিছিয়ে থাকবে না। তার এই বক্তব্যের পরই নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...