
আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না মস্কো। পাশাপাশি সতর্ক করে বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে যে কোনো হামলার প্রতিক্রিয়া তবে অত্যন্ত ভয়াবহ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৃহস্পতিবার পুতিন বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা বৈরিতামূলক পদক্ষেপ। এর কিছু নির্দিষ্ট প্রভাব রয়েছে, তবে এটি আমাদের অর্থনৈতিক সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।’
তিনি বলেন, ‘রাশিয়া জ্বালানি খাত নিয়ে আত্মবিশ্বাসী। কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’
বুধবার রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।
পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বৃদ্ধি পেতে পারে যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘সংলাপ সব সময়ই মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।’
পুতিন বলেন, ‘সংঘাত বা যেকোনো বিরোধ, বিশেষ করে যুদ্ধের চেয়ে সংলাপ সবসময়েই ভালো। আমরা সব সময়ই সংলাপের ধারাবাহিকতাকে সমর্থন করেছি।’
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার ওপর মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ।
আরএ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না মস্কো। পাশাপাশি সতর্ক করে বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে যে কোনো হামলার প্রতিক্রিয়া তবে অত্যন্ত ভয়াবহ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৃহস্পতিবার পুতিন বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা বৈরিতামূলক পদক্ষেপ। এর কিছু নির্দিষ্ট প্রভাব রয়েছে, তবে এটি আমাদের অর্থনৈতিক সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।’
তিনি বলেন, ‘রাশিয়া জ্বালানি খাত নিয়ে আত্মবিশ্বাসী। কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’
বুধবার রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।
পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বৃদ্ধি পেতে পারে যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘সংলাপ সব সময়ই মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।’
পুতিন বলেন, ‘সংঘাত বা যেকোনো বিরোধ, বিশেষ করে যুদ্ধের চেয়ে সংলাপ সবসময়েই ভালো। আমরা সব সময়ই সংলাপের ধারাবাহিকতাকে সমর্থন করেছি।’
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার ওপর মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ।
আরএ

মালয়েশিয়া দীর্ঘদিন ধরে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। ট্রাম্পের আগে মাত্র দুইজন মার্কিন প্রেসিডেন্ট—বারাক ওবামা ও লিন্ডন বি জনসন—দেশটি সফর করেছিলেন। আসিয়ান সম্মেলনে এবার ট্রাম্পের পাশাপাশি জাপান, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতারা অংশ নিচ্ছেন, যদিও চীন, ভারত ও রাশিয়ার নেতারা উপস্থিত থাকছে
১২ মিনিট আগে
রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা স্থগিত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ মিনিট আগে
সপ্তাহদুয়েক আগেকার কথা। বিবিসির বিজনেস এডিটর সাইমন জ্যাক আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক জেপি মর্গানের প্রধান জেমি ডিমনের একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন, আর সেটি শেষ হওয়ার পরেই কথায় কথায় তিনি একটি ছোটখাটো ‘বোমা’ ফাটান।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দল লিকুদ পার্টির এমপি ওফির কাৎজ বিষয়টি নিশ্চিত করেছেন
১ ঘণ্টা আগে