আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আমার দেশ অনলাইন
আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের
ছবি: জিও নিউজ

আফগানিস্তানের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা নিতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। বুধবার নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, কাবুল সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ইসলামাবাদ তার নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে। খবর জিও নিউজের

ইফতিখার আহমেদ বলেন, আফগানিস্তান আবারো সন্ত্রাসী গোষ্ঠী এবং ‘প্রক্সি’ বাহিনীর জন্য নিরাপদ অভয়ারণ্য হয়ে উঠেছে, যার ফলে পাকিস্তানসহ তার নিকটতম প্রতিবেশী দেশে নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দেবে।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, ‘তালেবানকে অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে, যদি তা না করা হয়; পাকিস্তান তার নাগরিক, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

রাষ্ট্রদূত বলেন, দায়েশ-কে, আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেডসহ সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য আফগানিস্তান নিরাপদ আশ্রয়। সেখানে কয়েক ডজন সন্ত্রাসী গোষ্ঠী সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং আত্মঘাতী বোমা হামলাসহ সহিংস হামলা চালাতে সক্ষম।’

তিনি বলেন, যৌথ প্রশিক্ষণ, অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসীদের আশ্রয় এবং আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সমন্বিত হামলার জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো একে অপরকে সহযোগিতা করে। তিনি জাতিসংঘের সংস্থা, আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনকে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির বস্তুনিষ্ঠ মূল্যায়ন করারও আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্ত্বেও, পাকিস্তান তালেবান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, যার মধ্যে দোহা এবং ইস্তাম্বুলে সাম্প্রতিক আলোচনাও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তালেবান কর্তৃপক্ষ জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ‘

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন