মিয়ানমারে বিতর্কিত সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে আছে সেনাসমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। দ্বিতীয় দফা ভোটে ১০২টি আসনের মধ্যে ৯০টি আসনে জয় পেয়েছে দলটি। খবর আল জাজিরার।
এর আগে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম দফা ভোটে ১০২টি আসনের মধ্যে ইউএসডিপি পায় ৮৬টি আসন। দুই ধাপের ফলাফল মিলে ৩৩০টি আসনের মধ্যে তারা জয় পেয়েছে ১৮২টিতে, যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি। তিনটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মোট ৩৩০টি আসনের মধ্যে প্রথম থাপে ২০২টিতে ২৮ ডিসেম্বর এবং ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। চূড়ান্ত ধাপের ভোটগ্রহণ হবে ২৫ জানুয়ারি। জাতীয় ও আঞ্চলিক উভয় আইনসভার সব আসনের চূড়ান্ত ফলাফল জানুয়ারির শেষের দিকে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন গত সপ্তাহান্তে জানিয়েছিলেন, আগামী মার্চ মাসে সংসদের উভয় কক্ষের অধিবেশন ডাকা হবে এবং এপ্রিলে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বিক্ষোভ নিয়ে যা বলছেন ইরান ফেরত ভারতীয়রা