আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিসরে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কর্মকর্তা নিহত

আমার দেশ অনলাইন
মিসরে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কর্মকর্তা নিহত
মিসরের উপকূলীয় শহর শার্ম-আল-শেখ। ছবি : সংগৃহীত

মিসরের লোহিত সাগর উপকূলের শার্ম আল-শেখ শহরের কাছে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার কায়রোর কাতার দূতাবাস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে কাতার দূতাবাস জানায়, নিহত তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ানে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে দূতাবাস বলেছে, ওই তিন কর্মকর্তা দায়িত্ব পালনের সময় মারা গেছেন। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের শার্ম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাতার দূতাবাস বিবৃতিতে বলেছে, কাতার দূতাবাস নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে। আমরা প্রার্থনা করছি ঈশ্বর তাদের অসীম রহমতের ছায়ায় ঢেকে ফেলুন, তাদের জান্নাতে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

এই সপ্তাহের শুরুতে গাজায় যুদ্ধ শেষ করার জন্য ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার স্থান ছিল মিসরের শার্ম আল-শেখ। চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) একটি বৈশ্বিক শীর্ষ সম্মেলনও এখানে অনুষ্ঠিত হওয়ার কথা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন