গাজায় বিপুল পরিমাণ বর্জ্য ফেলছে ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৪: ১০
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইহুদি বসতি থেকে বিপুল পরিমাণ বর্জ্য গাজায় এনে ফেলছে ইসরাইল। গাজার অভ্যন্তরে ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সীমান্তবর্তী এলাকায় এসব বর্জ্য ও ভবনের ধ্বংসাবশেষ ফেলা হচ্ছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল থেকে বর্জ্যবাহী ট্রাক গাজার ২০০-৩০০ মিটার অভ্যন্তরে প্রবেশ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, নির্ধারিত নিষ্কাশন স্থানের পরিবর্তে রাস্তার ধারে বর্জ্য খালাস করে গাজার ইসরাইল নিয়ন্ত্রিত কিসুফিম সীমান্ত ক্রসিং দিয়ে ট্রাকগুলো ইসরাইলে ফিরে যায়।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, ‘ফিল্ড কমান্ডাররা বেসরকারি কোম্পানির বর্জ্যবাহী ট্রাকগুলোকে গাজা উপত্যকায় প্রবেশ করতে এবং যেখানেই প্রয়োজন মনে করবে সেখানে বর্জ্য ফেলার অনুমতি দেয়ার নির্দেশ জারি করেছেন।’

সংবাদপত্রটি আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত বৃহস্পতিবার গাজা সরকারি গণমাধ্যম কার্যালয় ইসরাইলের দুই বছরের সামরিক অভিযানের পর এই উপত্যকাকে ‘পরিবেশগত এবং কাঠামোগত দুর্যোগপূর্ণ অঞ্চল’ হিসাবে ঘোষণা করেছে। ইসরাইলের হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের মতে, গাজা পুনর্নির্মাণে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার আওতায় ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়েছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত