ইরানে চলমান বিক্ষোভে সরকারের দমন-পীড়নের কারণে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি। ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গণবিক্ষোভে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানান ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, তিনি মোহাম্মদ রেজা সাবৌরিকে তলব করেছেন, কারণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইরানের নারী ও পুরুষেরা রাস্তায় লড়াই করছেন, রক্ত ঝরাচ্ছেন, যন্ত্রণা সহ্য করছেন। তার মতে, সংলাপের অর্থ এই নয় যে নাগরিকদের ওপর সহিংসভাবে দমন-পীড়নকে মেনে নেওয়া হবে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলছে। তীব্র অর্থনৈতিক সংকট এবং মুদ্রার মান কমে যাওয়ায় এই বিক্ষোভ শুরু হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিক্ষোভ উসকে দিচ্ছে বলে অভিযোগ করছে ইরান সরকার। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে— প্রথমবারের মতো এ তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভেনেজুয়েলায় মার্কিন কারাবন্দিদের মুক্তি দিচ্ছে অন্তর্বর্তী সরকার