আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠনো বন্ধের আহ্বান অ্যামনেস্টির

আমার দেশ অনলাইন

আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠনো বন্ধের আহ্বান অ্যামনেস্টির
ছবি: দ্য ডন

পাকিস্তান, ইরানসহ ইউরোপীয় দেশ থেকে আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, বিভিন্ন দেশ আফগানদের ‘বেআইনিভাবে’ ফেরত পাঠাচ্ছে। খবর দ্য ডনের।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জর্জেট গ্যাগনন গত সপ্তাহে নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে বলেন, এই বছর এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ আফগান দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

তার মতে, আফগানদের ফেরত পাঠানোর কারণে গভীর অর্থনৈতিক, জলবায়ু এবং মানবিক সংকটের মুখোমুখি আফগানিস্তানের সংকটকে আরো গভীর করে তুলছে।

আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক সংকটের কথা উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, প্রত্যাবর্তনকারীদের জন্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় সংস্থাটি। তারা বলছে, ‘যেকোনো ব্যক্তিকে এমন জায়গায় জোরপূর্বক ফেরত পাঠানো যাবে না, যেখানে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত ঝুঁকির মুখোমুখি হয়।’

কয়েক দশক ধরে ধারাবাহিক যুদ্ধের সময় আফগানিস্তান থেকে অনেকেই পাকিস্তান ও ইরানে পালিয়ে গেছে, যার অর্থ অনেক তরুণ কখনো দেশে বাস করেনি।

কিন্তু সাম্প্রতিক বছরগুরোতে পাকিস্তান ও ইরান তাদের দেশে ফিরতে বাধ্য করতে শুরু করেছে।

আফগানিস্তানে নতুন আসা অনেককেই এড়িয়ে যাওয়া হয় এবং কাজ খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে তালেবান নারী ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন