আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিডিও ভাষণে হুথি প্রধান

যুক্তরাষ্ট্র ২০ বছরে ৩০ লাখ মানুষ হত্যা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ২০ বছরে ৩০ লাখ মানুষ হত্যা করেছে
ছবি: সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথিপ্রধান আবদুল মালিক বদর উদ্দিন হুথি বলেছেন, গত ২০ বছরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ৩০ লাখ মানুষ হত্যা করেছে। মঙ্গলবার হুথিদের সপ্তাহব্যাপী ‘শহীদ স্মরণে’ বার্ষিক আয়োজনের এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লাহর রাস্তায় জিহাদের প্রেরণা নিয়ে যে জাতি অগ্রসর হয় এবং যারা শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে, তারা গর্বিত এবং যেকোনো বিপদকে তারা মাড়িয়ে যেতে পারে।’

বিজ্ঞাপন

হুথিপ্রধান বলেন, ‘গত ২০ বছরের বেশি সময়ে আমেরিকা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। এর বেশিরভাগই মুসলিম দেশগুলোর এবং তাদের দুর্বল অবস্থায় এসব মানুষকে হত্যা করা হয়েছে। শত্রুরা ক্ষুধা ও অস্ত্রের জোরে মানুষকে আত্মসমর্পণ করানোর ব্যর্থ চেষ্টা করে চলছে।’

তিনি বলেন, ‘মুসলিম জাতিকে মগজ ধোলাই করে নিজেদের ক্রীতদাস হিসেবে ব্যবহার করতে সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা ও ইসরাইল। তারা চায়, নিজেদের অ্যাজেন্ডা অনুযায়ী দখল করা জাতির লোকদের ব্যবহার করতে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন