আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামাসকে অস্ত্র সমর্পণে বাধ্য করা হবে: ট্রাম্প

আমার দেশ অনলাইন
হামাসকে অস্ত্র সমর্পণে বাধ্য করা হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, যদি তারা স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করে, তাহলে তাদের ওপর বল প্রয়োগ করা হবে। খবর দ্য গার্ডিয়ানের

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি তারা (হামাস) অস্ত্র সমর্পণ না করে, আমরা তাদের নিরস্ত্র হতে বাধ্য করব এবং এটি দ্রুত এবং সম্ভবত সহিংসভাবে ঘটবে।’

বিজ্ঞাপন

হামাস অস্ত্র সমর্পণ করবে এমন আশা জানিয়ে ট্রাম্প বলেন, এটি একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হওয়া উচিত হবে। তিনি বলেন, গাজার পুনর্নির্মাণ বিপজ্জনক এবং কঠিন হবে।

এরআগে এই সপ্তাহের শুরুতে, ট্রাম্প স্বীকার করেন, স্বল্পমেয়াদে গাজায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হামাসের ‘সীমিত ভূমিকা’ থাকবে।

ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্টের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা ছেড়ে যেতে বাধ্য করার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এদিকে, গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজ সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া পোস্টে তিনি একথা জানান।

ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন