আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিতে জাতিসংঘের প্রতি ওআইসির আহ্বান

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিতে জাতিসংঘের প্রতি ওআইসির আহ্বান
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ও জবাবদিহি নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে তুরস্কের জাতিসংঘ দূত আহমেত ইলদিজ বলেন, ২০২৫ সালের অক্টোবরে ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিরোধগোষ্ঠী হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এর বাস্তবায়ন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইলদিজ বলেন, ‘যদিও যুদ্ধবিরতি ব্যাপকভাবে সহিংসতা কমাচ্ছে এবং মানবিক সহায়তা বাড়াচ্ছে, তবু বারবার ইসরাইলি আক্রমণ ও ত্রাণ সরবরাহে চলমান অবরোধের কারণে জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রি ফিলিস্তিনি জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছে।’

যুদ্ধবিরতি বজায় রাখার আন্তর্জাতিক প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নিরন্তর প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।’ তবে জোর দিয়ে বলেন, ইসরাইলের কর্মকাণ্ড গাজায় শান্তি প্রতিষ্ঠার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে চলেছে।

ইলদিজ বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে, বিশেষ করে গাজা উপত্যকা এবং (অধিকৃত) পশ্চিম তীরে দখলদার শক্তি হিসেবে ইসরাইলের অব্যাহত আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যার মধ্যে জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা লঙ্ঘনও রয়েছে। এই অবৈধ কর্মকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির সুষ্ঠু বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...