
আমার দেশ অনলাইন

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন ক্যাপ্টেনসহ ছয় পাকিস্তানি সেনা এবং ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
আইএসপিআর জানায়, কুররাম জেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রক্সি গ্রুপ ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী কুররাম জেলার ডোগার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
এতে আরো বলা হয়, সেনাদের হামলায় সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া ক্যাপ্টেন নোমান সেলিমসহ ছয়সেনাও নিহত হয়েছেন।
সংঘর্ষে নিহত ছয় সেনা হলেন-মিয়ানওয়ালির বাসিন্দা তরুণ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহী আইজাজ আলী (২৩), সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২)।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এলাকায় লুকিয়ে থাকা অন্য কোনো ‘ভারত-সমর্থিত খোয়ারিজের’ নির্মূল করতে অপারেশন চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘আজম ই ইস্তেহকাম’ ভিশনের অধীনে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলের এই অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাবে।
আরএ

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন ক্যাপ্টেনসহ ছয় পাকিস্তানি সেনা এবং ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
আইএসপিআর জানায়, কুররাম জেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রক্সি গ্রুপ ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী কুররাম জেলার ডোগার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
এতে আরো বলা হয়, সেনাদের হামলায় সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া ক্যাপ্টেন নোমান সেলিমসহ ছয়সেনাও নিহত হয়েছেন।
সংঘর্ষে নিহত ছয় সেনা হলেন-মিয়ানওয়ালির বাসিন্দা তরুণ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহী আইজাজ আলী (২৩), সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২)।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এলাকায় লুকিয়ে থাকা অন্য কোনো ‘ভারত-সমর্থিত খোয়ারিজের’ নির্মূল করতে অপারেশন চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘আজম ই ইস্তেহকাম’ ভিশনের অধীনে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলের এই অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাবে।
আরএ

পুতিন বলেন, ‘প্রথমবারের মতো, আমরা এটি কেবল ক্যারিয়ার সাবমেরিন থেকে লঞ্চ ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর সাথে পারমাণবিক শক্তি ইউনিটটিও উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি’। তিনি আরো বলেন, পোসেইডনকে আটকানোর কোনও কিছুই নেই।
২৫ মিনিট আগে
সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। তবে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারো সীমান্ত ইস্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।
৪২ মিনিট আগে
বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের প্রায় এক লক্ষ পরিবার জলপাই উৎপাদনের ওপর নির্ভর করে, আর জলপাই তেল তাদের অর্থনীতির প্রধান স্তম্ভ। তবে চলমান যুদ্ধ ও অবরোধের কারণে গাজার বেশিরভাগ জলপাই গাছে সেচ ও সার দেওয়া বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, ২০২৫ সালের জুলাই নাগাদ গাজার ৮৬ শতাংশ কৃষি কূপ ধ্বংস
৫ ঘণ্টা আগে