আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনের ৩টি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের ৩টি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ফিলিস্তিনের তিনটি খ্যাতনামা মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তে সহযোগিতা করার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আল-হক, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটসের নাম।

বিজ্ঞাপন

রামাল্লা ভিত্তিক আল-হক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্যাতনের জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি করে আসছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ইসরাইলের সম্মতি ছাড়াই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের প্রচেষ্টায় সরাসরি জড়িত থাকায় অধিকার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল রোম সংবিধির অংশীদার নয়। তাই আমরা আইসিসির রাজনৈতিক এজেন্ডা, অতিরিক্ত প্রচারণা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের প্রতি বৈরিতার বিরোধিতা করি।’

ইসরাইল এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো একে বিচারের ওপর নগ্ন আঘাত বলে নিন্দা জানিয়েছে।

নিষেধাজ্ঞার কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভিসা বাতিল করে দেয়, যাতে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্ক যেতে না পারেন।

এদিকে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের মতো দেশগুলো ওই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। রুবিও বৃহস্পতিবার সতর্ক করে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে বড় সমস্যা তৈরি হবে, বিশেষত ইসরাইল যখন পশ্চিম তীর দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...