
আমার দেশ অনলাইন

ইউরোফাইটার টাইফুন জেট কিনতে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় ১১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির লক্ষ্য ২০টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তুরস্কের বহরে যুক্ত করা। সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এই চুক্তি সই করেন। খবর আল জাজিরার।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি’ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে এরদোয়ান একে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি ‘নতুন প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।
চুক্তি সই হওয়ার পর স্টারমার বলেন, চুক্তিটি ন্যাটোর জন্যও একটি জয়। তিনি বলেন, ‘এটি ন্যাটোভুক্ত দক্ষিণ-পূর্ব অংশ, তাই যুক্তরাজ্যের সাথে এই সক্ষমতা ন্যাটোর জন্যও সত্যিই গুরুত্বপূর্ণ।’
স্টারমার জানান, চুক্তির অধীনে প্রথম টাইফুনগুলোর চালান ২০৩০ সালে আঙ্কারায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত জুলাইয়ে ৪০টি টাইফুন সরবরাহের জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে তুরস্ক ও যুক্তরাজ্য।
ইউরোফাইটার হলো একটি যৌথ পরিকল্পনায় তৈরি যুদ্ধবিমান। এর সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি, ইতালি এবং স্পেনও। তুরস্ক আরও যুদ্ধবিমান ক্রয় করতে চায়। দেশটির কর্মকর্তারা বলছেন, নিজস্ব ‘কান’ যুদ্ধবিমান কার্যকর হওয়ার আগে তাদের নৌবহরকে শক্তিশালী করার জন্য ১২০টি যুদ্ধবিমান কিনতে চায় আঙ্কারা।
এরই ধারাবাহিকতায় ইসরাইলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সাথে ব্যবধান পূরণ করার প্রচেষ্টার অংশ হিসেবে কাতার ও ওমান থেকে আরও ১২টি টাইফুন কিনতে চায় দেশটি। এমনটি জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরএ

ইউরোফাইটার টাইফুন জেট কিনতে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় ১১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির লক্ষ্য ২০টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তুরস্কের বহরে যুক্ত করা। সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এই চুক্তি সই করেন। খবর আল জাজিরার।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি’ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে এরদোয়ান একে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি ‘নতুন প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।
চুক্তি সই হওয়ার পর স্টারমার বলেন, চুক্তিটি ন্যাটোর জন্যও একটি জয়। তিনি বলেন, ‘এটি ন্যাটোভুক্ত দক্ষিণ-পূর্ব অংশ, তাই যুক্তরাজ্যের সাথে এই সক্ষমতা ন্যাটোর জন্যও সত্যিই গুরুত্বপূর্ণ।’
স্টারমার জানান, চুক্তির অধীনে প্রথম টাইফুনগুলোর চালান ২০৩০ সালে আঙ্কারায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত জুলাইয়ে ৪০টি টাইফুন সরবরাহের জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে তুরস্ক ও যুক্তরাজ্য।
ইউরোফাইটার হলো একটি যৌথ পরিকল্পনায় তৈরি যুদ্ধবিমান। এর সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি, ইতালি এবং স্পেনও। তুরস্ক আরও যুদ্ধবিমান ক্রয় করতে চায়। দেশটির কর্মকর্তারা বলছেন, নিজস্ব ‘কান’ যুদ্ধবিমান কার্যকর হওয়ার আগে তাদের নৌবহরকে শক্তিশালী করার জন্য ১২০টি যুদ্ধবিমান কিনতে চায় আঙ্কারা।
এরই ধারাবাহিকতায় ইসরাইলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সাথে ব্যবধান পূরণ করার প্রচেষ্টার অংশ হিসেবে কাতার ও ওমান থেকে আরও ১২টি টাইফুন কিনতে চায় দেশটি। এমনটি জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরএ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার স্থলভাগে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারত ও রাশিয়ার দুটি কোম্পানি ভারতে যাত্রীবাহী বিমান তৈরির জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
৯ ঘণ্টা আগে
আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এক রহস্যময় গ্রাম—মায়ং। প্রাচীনকাল থেকে লোককাহিনী, মন্ত্র, তান্ত্রিক আচার এবং জাদুবিদ্যার গল্পে ঘেরা এই গ্রাম আজ পরিচিত ভারতের ‘কালো জাদুর রাজধানী’ হিসেবে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে ইস্তাম্বুল আয়োজিত শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্র জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক ফলপ্রসূ হয়নি, বরং ব্যর্থতার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে।
১১ ঘণ্টা আগে