
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের মহাসচিবকে সম্বোধন করে নিরাপত্তা পরিষদকে দেয়া এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এ আহ্বান জানান। চিঠিতে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক আগ্রাসনকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানান। এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের হামলার বিষয়ে মার্কিন তত্ত্বাবধানের কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, ‘ইসরাইল প্রথমে (ইরান) আক্রমণ করেছিল। সেই আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী। আমি এর জন্য দায়িত্বে ছিলাম।’
জাতিসংঘ মহাসচিবকে সম্বোধন করে দেয়া চিঠিতে আরাগচি ইরানে ইসরাইলি হামলার বিষয়ে গত ৬ নভেম্বর ট্রাম্পের করা ওই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মন্তব্য ইসরাইলি সামরিক হামলার বিষয়ে মার্কিন নির্দেশনা এবং নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ।
আরাগচি বলেন, ইসরাইলের হামলায় এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরো অনেকে আহত হন।
তিনি জোর দিয়ে বলেন, এই হামলা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) সহ একাধিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তার মতে, এই লঙ্ঘনের দায় কেবল ইসরাইলের নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রেরও, যারা ট্রাম্পের স্বীকারোক্তি অনুযায়ী ইসরাইলি আগ্রাসন পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছিল।
আরএ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের মহাসচিবকে সম্বোধন করে নিরাপত্তা পরিষদকে দেয়া এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এ আহ্বান জানান। চিঠিতে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক আগ্রাসনকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানান। এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের হামলার বিষয়ে মার্কিন তত্ত্বাবধানের কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, ‘ইসরাইল প্রথমে (ইরান) আক্রমণ করেছিল। সেই আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী। আমি এর জন্য দায়িত্বে ছিলাম।’
জাতিসংঘ মহাসচিবকে সম্বোধন করে দেয়া চিঠিতে আরাগচি ইরানে ইসরাইলি হামলার বিষয়ে গত ৬ নভেম্বর ট্রাম্পের করা ওই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মন্তব্য ইসরাইলি সামরিক হামলার বিষয়ে মার্কিন নির্দেশনা এবং নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ।
আরাগচি বলেন, ইসরাইলের হামলায় এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরো অনেকে আহত হন।
তিনি জোর দিয়ে বলেন, এই হামলা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) সহ একাধিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তার মতে, এই লঙ্ঘনের দায় কেবল ইসরাইলের নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রেরও, যারা ট্রাম্পের স্বীকারোক্তি অনুযায়ী ইসরাইলি আগ্রাসন পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছিল।
আরএ

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরাইলি হামলায় ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬৩২ জন আহত হয়েছেন।এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, পূর্ববর্তী ইসরাইলি হামলার ধ্বংসস্তূপ থেকে ৫৩৩ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।
৯ মিনিট আগে
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরাম।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেছেন, চলতি সপ্তাহে দেশজুড়ে ঘটে যাওয়া দুইটি আত্মঘাতী হামলায় জড়িত হামলাকারীরা দুজনই আফগান নাগরিক। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
২ ঘণ্টা আগে
তাদের সেই ঐতিহাসিক সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা গেছে, বৈঠকের পর ট্রাম্প তার নামাঙ্কিত ‘ভিক্টরি ৪৫-৪৭’ পারফিউমের দুটি বোতল উপহার দেন শারাকে। এমনকি শারার গায়েও পারফিউম স্প্রে করে দেন ট্রাম্প। এ সময় তিনি শারাকে বলেন, এটি সেরা সুগন্ধি, অন্যটি আপনার স্ত্রীর জন্য।
২ ঘণ্টা আগে