আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়া-ইউক্রেনের মধ্যে এক হাজারের বেশি যুদ্ধবন্দি বিনিময়

আমার দেশ অনলাইন

রাশিয়া-ইউক্রেনের মধ্যে এক হাজারের বেশি যুদ্ধবন্দি বিনিময়
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

রাশিয়া বুধবার ঘোষণা করেছে, ইস্তাম্বুলে সম্পাদিত চুক্তির আওতায় মস্কো ও কিয়েভ আরেক দফা যুদ্ধবন্দী বিনিময় করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একদল সেনা ইউক্রেন থেকে ফিরে এসেছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মন্ত্রণালয় জানিয়েছে গত ২ জুলাই ইস্তাম্বুলে সম্পাদিত চুক্তি অনুসারে বুধবার (২৩ জুলাই), ইউক্রেন থেকে একদল রাশিয়ান সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে, ইউক্রেননের সশস্ত্র বাহিনীর বন্দীদের একটি দলকে দেশে ফেরত পাঠায় রাশিয়া।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা রাশিয়ার সেনারা বর্তমানে প্রতিবেশী বেলারুশের ভূখণ্ডে রয়েছেন। যেখানে তারা প্রয়োজনীয় মানসিক ও চিকিৎসা সহায়তা পাচ্ছেন। পরবর্তীতে তাদের রাশিয়ার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

বিনিময়ে ইউক্রেনের যুদ্ধবন্দীদের একটি দলকে কিয়েভে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইস্তাম্বুলে দেশ দু’টির মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনার পর ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, উভয় পক্ষের ২৫০ জন করে বন্দি বিনিময় করা হয়েছে। এইভাবে, অন্তত এক হাজার ২০০ জনের আরেক দফা বন্দি বিনিময়ও সম্পন্ন হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানবিক পদক্ষেপের মাধ্যমে এক হাজারের বেশি সেনাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরো বলেন, সেনারা চিকিৎসা সেবার পাশাপাশি মানসিক পুনর্বাসনও পাবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন