আমার দেশ অনলাইন
গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে তেলআবিব। খবর বিবিসির।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি নতুন করে বাস্তবায়ন শুরু করেছে। আইডিএফের দাবি, তাদের ওপর হামলার জবাব দিয়েছে তারা।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় আইডিএফ সেনাদের দিকে একটি ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গুলি ছোড়া হয়েছে। প্রতিক্রিয়ায় হুমকি দূর করতে এবং সুড়ঙ্গ শ্যাফ্ট ও সামরিক কাঠামো ভেঙে ফেলার জন্য হামলা শুরু করা হয়।’
এ হামলায় গাজার আল-জাওয়াইদা শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটিলিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহও রয়েছেন।
আইডিএফ জানিয়েছে যে তারা প্রতিরক্ষামূলকভাবে কাজ করেছে এবং সেখানে অবস্থানরত তাদের বাহিনীর ওপর আক্রমণের জবাব দিচ্ছে।
তবে হামাস বলছে, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো সংঘর্ষের বিষয়ে তারা কিছুই জানে না। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে তারা।
আরএ
গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে তেলআবিব। খবর বিবিসির।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি নতুন করে বাস্তবায়ন শুরু করেছে। আইডিএফের দাবি, তাদের ওপর হামলার জবাব দিয়েছে তারা।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় আইডিএফ সেনাদের দিকে একটি ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গুলি ছোড়া হয়েছে। প্রতিক্রিয়ায় হুমকি দূর করতে এবং সুড়ঙ্গ শ্যাফ্ট ও সামরিক কাঠামো ভেঙে ফেলার জন্য হামলা শুরু করা হয়।’
এ হামলায় গাজার আল-জাওয়াইদা শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটিলিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহও রয়েছেন।
আইডিএফ জানিয়েছে যে তারা প্রতিরক্ষামূলকভাবে কাজ করেছে এবং সেখানে অবস্থানরত তাদের বাহিনীর ওপর আক্রমণের জবাব দিচ্ছে।
তবে হামাস বলছে, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো সংঘর্ষের বিষয়ে তারা কিছুই জানে না। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে তারা।
আরএ
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৬ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে