২৬ ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরাইলের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯: ৩৬
রোববার গাজায় ইসরাইলের হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: বিবিসি

গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে তেলআবিব। খবর বিবিসির।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি নতুন করে বাস্তবায়ন শুরু করেছে। আইডিএফের দাবি, তাদের ওপর হামলার জবাব দিয়েছে তারা।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় আইডিএফ সেনাদের দিকে একটি ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গুলি ছোড়া হয়েছে। প্রতিক্রিয়ায় হুমকি দূর করতে এবং সুড়ঙ্গ শ্যাফ্ট ও সামরিক কাঠামো ভেঙে ফেলার জন্য হামলা শুরু করা হয়।’

এ হামলায় গাজার আল-জাওয়াইদা শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটিলিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহও রয়েছেন।

আইডিএফ জানিয়েছে যে তারা প্রতিরক্ষামূলকভাবে কাজ করেছে এবং সেখানে অবস্থানরত তাদের বাহিনীর ওপর আক্রমণের জবাব দিচ্ছে।

তবে হামাস বলছে, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো সংঘর্ষের বিষয়ে তারা কিছুই জানে না। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে তারা।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত