আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

আমার দেশ অনলাইন

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান
ছবি: আল জাজিরা

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। লন্ডনে বিক্ষোভকারীরা ইরানি দূতাবাস থেকে জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। শনিবার লন্ডনে ইরানি দূতাবাসের বাইরে জড়ো হন শত শত মানুষ। একপর্যায়ে এক বিক্ষোভকারী দূতাবাসের ব্যালকনিতে উঠে ইরানের পতাকা নামিয়ে ফেলেন।

এর প্রতিবাদে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘একটি নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠন সম্পর্কেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ, যারা গণমাধ্যমের আড়ালে মিথ্যা প্রচার করে এবং সহিংসতা ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে।’

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে বিবিসির পার্সিয়ান সার্ভিস ও ইরান ইন্টারন্যাশনালের অফিস রয়েছে। এ দুটি গণমাধ্যমের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কর্মকর্তারা অনুপ্রবেশের জন্য আরো একজনকে খুঁজছেন।

লন্ডনে বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ইরানের ক্ষমতাচ্যুত মোহাম্মদ রেজা শাহ পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভির ছবি তুলে ধরেন। ১৯৭৯ সালে বিপ্লবে ইরানের রাজতন্ত্রকে উৎখাতের সময় ক্ষমতাচ্যুত হয়েছিলে রেজা শাহ পাহলভি। ইরানের অনেক বিক্ষোভকারী রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন