আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ওপর নজরদারি

উপসাগরীয় অঞ্চলের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর: ট্রাম্প

আমার দেশ অনলাইন

উপসাগরীয় অঞ্চলের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বিশাল নৌবহর। ইরানের ওপর নজর রাখতেই এই নৌবহর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে দেশে ফেরার সময় ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন। খবর আল জাজিরার।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানের ওপর নজর রাখছি। যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে যাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি বলছি না যে কোনো কিছু ঘটতে যাচ্ছে, হয়তো এই বহর আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তবে আমরা তাদের (ইরান) নিবিড় নজরদারির মধ্যে রাখছি।’

ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমান বহকারী (এয়ারক্রাফট ক্যারিয়ার) রণতরি ইউএসএস আব্রাহাম এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশে রওনা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে ইরানের উপকূলের আশেপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন