আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ইসরাইল সবচেয়ে বড় হুমকি: ইরান

আতিকুর রহমান নগরী

শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ইসরাইল সবচেয়ে বড় হুমকি: ইরান
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সিরিয়ায় ইসরাইলের আক্রমণকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অভূতপূর্ব হুমকি হিসেবে বর্ণনা করেছে ইরান। হুমকি মোকাবেলায় অবিলম্বে এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানাতে জাতিসংঘ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বুধবার এক বিবৃতিতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সিরিয়ায় ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা সকলের কাছে স্পষ্ট যে ইহুদিবাদী শাসনব্যবস্থা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।’

তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য পশ্চিমা দেশগুলো বিশেষ করে জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সামরিক ও রাজনৈতিক সমর্থন পাচ্ছে ইসরাইল। এই সুযোগ কাজে লাগিয়ে তেলআবিব এখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, গাজায় ইসরাইলের চলমান গণহত্যা ও অপরাধের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এই অঞ্চলজুড়ে তেলআবিবের আগ্রাসনকে আরো উৎসাহিত করেছে।

মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিপজ্জনক উস্কানি এবং সম্প্রসারণবাদী নীতি বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে ওআইসি এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে।

আইডিএফ এর দাবি, দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণকে রক্ষায় এ হামলা চালানো হয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালানো সরকারি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন