প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করে, তাহলে প্রস্তুত রাশিয়া। সেই যুদ্ধে ইউরোপের নিশ্চিত পরাজয় হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। খবর আল আরাবিয়ার। খবর আল আরাবিয়ার।
ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলো বার বার সতর্ক করে দিয়েছে, পুতিন যদি ইউক্রেন যুদ্ধে জয়ী হন, তবে তিনি ন্যাটো সদস্যের ওপর আক্রমণ করতে পারেন। তবে এই দাবি পুতিন অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন।
পুতিন বলেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না। তিনি বলেন, ‘যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় এবং তা শুরু করে, তাহলে এটি এত দ্রুত শেষ হবে যে ইউরোপে আলোচনা করার মতো কেউ থাকবে না।’
তিনি বলেন, ‘যদি ইউরোপ আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে আমরা এখনই প্রস্তুত।’
ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কৃষ্ণ সাগরে রাশিয়ার ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তিনি এ হুমকি দেন।
আরএ


ভারতকে পরাস্ত করে বিশ্বকে চমকে দিয়েছে পাকিস্তান বিমানবাহিনী