আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় বড় পরিসরে পুনর্গঠনের কাজ শুরু করছে তুরস্ক

আমার দেশ অনলাইন

সিরিয়ায় বড় পরিসরে পুনর্গঠনের কাজ শুরু করছে তুরস্ক
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সিরিয়ায় বড় পরিসরে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ শুরু করতে যাচ্ছে তুরস্ক। বিশেষ করে আসাদ সরকারের সময়ে বছরের পর বছর ধরে চলা সংঘাতে বিধ্বস্ত আবাসিক এলাকাগুলোতে। মঙ্গলবার দেওয়া ভাষণে এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বাশার আল আসাদ সরকারের সময় বোমাবর্ষণে যেসব শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেসব এলাকা পুনর্নির্মাণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

এরদোয়ান আরো বলেন, সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার উন্নতির ফলে প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে পুরো অঞ্চলেই এর ইতিবাচক প্রভাব পড়বে।

সিরিয়ার নতুন প্রশাসনের সাম্প্রতিক ডিক্রিকে স্বাগত জানিয়েছেন এরদোগান। ওই ডিক্রিতে কুর্দি নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, যাদের অনেকেই আসাদের শাসনামলে নাগরিকত্ব হারিয়েছিলেন।

তুর্কি প্রেসিডেন্ট ঐক্যের আহ্বান জানিয়ে জাতিগত বিভেদ উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

তিনি আরো বলেন, তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে তার সীমান্তের বাইরে বসবাসকারী কুর্দি সম্প্রদায়ের মানবিক সাহায্যের অনুরোধে সাড়া দিচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন