গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কাজ করা ৩৭টি ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এরমধ্যে রয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। জাতিসংঘের এই সংস্থার কাজ বন্ধ করে দেয়ার বিষয়ে ইসরাইলের নেয়া এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
নতুন নিবন্ধন নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। এর আওতায় আগামী ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিকভাবে সুপরিচিত বেসামরিক কয়েকটি সংগঠন- যেমন অ্যাকশন এইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের লাইসেন্স স্থগিত হবে এবং সংগঠনগুলোর কাজ ৬০ দিনের মধ্যে বন্ধ হবে।
গুতেরেস বলেন, ইসরাইলের এ পদক্ষেপ গাজায় ইউএনআরডব্লিউএর পরিচালনা দক্ষতাকে বাধাগ্রস্ত ও দুর্বল করবে। তার মতে, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং তা অবিলম্বে বাতিল করা উচিত।
গুতেরেস জোর দিয়ে বলেন, ইউএনআরডব্লিউএ জাতিসংঘের একটি অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘ সনদ, এর বিশেষাধিকার এবং দায়মুক্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে ইসরাইলের বাধ্যবাধকতাগুলো স্মরণ করিয়ে দেন তিনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর আলোচনা